বহিরাগতরা রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ছাড়বেন


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৫ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম নগরীতে আসা বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে চট্টগ্রাম ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অনেক বহিরাগতদেরকে বিভিন্ন প্রার্থীদের সঙ্গে প্রচারণা চালাতে দেখা গেছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী বহিরাগত কেউ ২৫ এপ্রিল রাত ১২টার পর আর চট্টগ্রামে অবস্থান করতে পারবেন না। বহিরাগতরা যদি স্বেচ্ছায় চলে না যান, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলে দেয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ রাত ১২টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে সব ধরনের মোটর সাইকেল চলাচলও।

রিটার্নিং অফিসার মো.আবদুল বাতেন জাগো নিউজকে জানান, ২৫ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে মোটর সাইকেল চলতে পারবেনা। সাংবাদিকদের নির্বাচন কমিশনের নির্ধারিত স্টিকার দিয়ে মোটর সাইকেল চালাতে হবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক, লঞ্চ, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।

২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ২৯ এপ্রিল পর্যন্ত নগরীতে মোটর সাইকেল চলাচলের উপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে মহাসড়কে যানবাহন চলাচলে কোন ধরনের নিষেধাজ্ঞা নেই বলে জানান তিনি।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।