সিরাজগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৯ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের ৫ কর্মী আহত হয়েছেন।

রোববার দুপুর ও রাতে সদর উপজেলার সয়দাবাদ পুর্নবাসন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সয়দাবাদ পুনর্বাসন এলাকার চান সরকারের ছেলে আবুল কালামকে (২৬) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সয়দাবাদে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে লেবার ও মালামাল সরবরাহ দিয়ে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা সেলিম ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ মন্ডল গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।

এরই জের ধরে রোববার দুপুর ও রাতে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের আন্তত ৫ কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের এএসআই দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ টহল অব্যাহত রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের ডিউটিরত কর্মকর্তা আব্দুল মমিন বলেন, সংঘর্ষে আহত আবুল কালামকে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।