ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহীতে অনুপস্থিত ১৬৫৬


প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৮ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহী শিক্ষাবোর্ডে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ওই দুই পরীক্ষার্থী হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাষী কলেজের আফরোজা খাতুন।

এদিকে, অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। সকাল ১০টা থেকে বিভাগের আট জেলার ১৯৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সবমিলে এদিন পরীক্ষার্থী ছিল এক লাখ ১২ হাজার ৮৩৭ জন। তবে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১১ হাজার ১৮৪ জন। বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, এদিন বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীর ৩৮ কেন্দ্রে ৪৮৬ জন। এরপর যথাক্রমে সিরাজগঞ্জের ২৬ কেন্দ্রে ২১৯ জন, বগুড়ার ৩২ কেন্দ্রে ২১৬ জন, পাবনার ২৫ কেন্দ্রে ১৯৪ জন, নাটোরের ১৯ কেন্দ্রে ১৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১৪৮ জন, নওগাঁয় ২৬ কেন্দ্রে ১৩৯ জন এবং জয়পুরহাটের ১৩ কেন্দ্রে ৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, এবছর রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১লাখ ২৩ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ সাত হাজার ৯০ জন। এক বছরে পরীক্ষার্থী বেড়েছে ১৬ হাজার ৫২৬ জন।

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৮ হাজার ১২৯ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪৮৭ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত ৯৯ হাজার ৭৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫৬২ জন, জিপিএ উন্নয়ন এক হাজার ১১৪ জন ও প্রাইভেট ১৬০ জন।

বিজ্ঞান বিভাগ থেকে এবছর ৩৩ হাজার ৮৩৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া মানবিকে ৬৮ হাজার ৫৪৮ এবং বাণিজ্যে ২১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী রয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।