ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ এপ্রিল ২০১৫

রাজশাহীর চারঘাটে বালুবাহী ট্রাকের চাপায় মৃদুল হোসেন নামের আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা শহীদুল ইসলাম ও মা রিনা বেগম। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর বালুরঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মৃদুল চারঘাট উপজেলার সরদহ পাইলট উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। ঘটনার খবর পেয়ে চারঘাট থানা পুলিশ নিহত মৃদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, সকালে কোচিং সেন্টার থেকে বাড়ির উদ্দেশ্যে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে মুক্তারপুরে ফিরছিল মৃদুল। এ সময় তার মা রিনা বেগমও পেছনে বসা ছিলেন। তারা মোটরসাইকেল নিয়ে মুক্তারপুর বালুর ঘাট সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাককে জায়গা দিতে গিয়ে পড়ে যান। এতে পেছনের চাকা মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃদুলের মৃত্যু হয়। এছাড়া তারা বাবা শহীদুল ইসলামের ডান হাত ভেঙে যায় এবং মা রিনা বেগমের বা পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যায়। এতে তারা দু’জনও গুরুতর আহত হন।

ওসি আরও জানান, নিহত মৃদুলের বাবা ও মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।