মেঘনা নদীতে পণ্যবোঝাই জাহাজডুবি


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৬ আগস্ট ২০১৪

চাঁদপুরের মেঘনা নদীর পুরান বাজার হরিসভা এলাকায় হাইস্প্রিড কোম্পানির হিকমত নামে জ্বালানি তেলবাহী জাহাজের ধাক্কায় এমভি চিতলমারী নামে একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও চাঁদপুর নৌ-টার্মিনালের লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমভি চিতলমারী সিমেন্টের ক্লিংকার বোঝাই জাহাজটি নদী পথে যাচ্ছিল। প্রচণ্ড স্রোতে হাইস্প্রিড কোম্পানির হিকমত জাহাজ পেছন দিক থেকে চিতলমারী জাহাজটিকে ধাক্কা দিলে নিচের অংশ ছিদ্র হয়ে তলিয়ে যায়। তবে জাহাজটির কিছু অংশ ভাসমান রয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে পুরান ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। হাইস্প্রিডের জাহাজটি ঘটনাস্থলই রয়েছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সামনে এগিয়ে যেতে পারছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।