আবারো এনজিও কর্মীর উপর হামলা, গ্রেফতার ২


প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধায় আবারও এনজিও কর্মীর উপর হামলা হয়েছে। বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনালের জেলা অফিসে দিন-দুপুরে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতে এবার আরডিআরএস-এর ম্যানেজারের মাথা ফাটানো হয়েছে। এ ঘটনায় গুরতর আহত ম্যানেজার রবিউল ইসলামকে (৩২) বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার তরণীর বাজারে ম্যানেজারের উপর হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। এদিকে ওই হামলার ঘটনায় আরডিআরএস-এর পক্ষ থেকে নয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় জনর্ধণ (৪০) ও অনুকূল (৩০) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা আরডিআরএসের দই খাওয়া শাখার ম্যানেজার রবিউল ইসলাম বুধবার বিকেলে স্থানীয় তরণীর বাজার কেন্দ্রে যান। সেখানে ওই এলাকার জনর্ধণের সাথে ঋণ বিষয়ক ব্যাপার নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জনর্ধণ ও তার লোকজন হামলা চালালে ম্যানেজার রবিউলের মাথা ফেটে যায়। পরে এলাকাবাসীরা আহত ম্যানেজারকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জাগো নিউজকে জানান, আরডিআরএসের পক্ষে দায়েরকৃত মামলায় জনর্ধণ ও অনুকুল নামের দুই আসামিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ হাতীবান্ধা উপজেলা সদরের কাউন্সিল পাড়ায় অবস্থিত প্লান ইন্টারন্যাশনালের লালমনিরহাট প্রোগ্রাম ইউনিট অফিসে ঢুকে দিন-দুপুরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে ওই অফিসের ম্যানেজারসহ তিন কর্মী গুরতর আহত হন।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।