কাগতিয়া শরীফে মিরাজুন্নবী (স.) ও সালানা ওরছে গাউছুল আজম ২৪ এপ্রিল


প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৪তম মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সালানা ওরছে হজরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল আগামী ২৪ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত সোমবার (৩ এপ্রিল) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি হজরতুলহাজ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ সোলায়মান তালুকদারের সভাপতিত্বে কাগতিয়া কামিল এম এ মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

২৬ রজব, ১৪৩৭ হিজরি, (বুধবার) পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বরকতময় সময়ে খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু বিছাল শরীফ স্মরণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদী, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক অলি আহাদ প্রমুখ।

সালানা ওরছে হজরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বাদে নামাজে ফজর- পবিত্র খতম শরীফ আদায় ও ইছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা পাক জিয়ারত, মিলাদ-কিয়াম মোনাজাত, খতমে কোরআন শরীফ, খতমে বোখারী শরীফ ও তাহলীল। বাদে নামাজে জোহর- পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হজরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর জীবনী শীর্ষক আলোচনা।

বাদে নামাজে আছর- তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে নামাজে মাগরিব- ফাতেহা শরীফ আদায় ও ইছালে ছওয়াব, মোরাকাবা, সিনা-ব-সিনা তাওয়াজ্জুহর মাধ্যমে হুজুর পাক (দ.) এর বাতেনী নূর বিতরণ।

কাবলে নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী ও তাবাররুক বিতরণ। বাদে নামাজে এশা- মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তাকরির মোবারক।

মিলাদ-কিয়াম, মোনাজাত, তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরুদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায়। আখিরুল লাইল- নামাজে তাহাজ্জুদ, জিকরে জলী, দরুদ শরীফ ও মোনাজাত।

২৭ রজব বাদে নামাজে ফজর খতম শরীফ আদায় ও ইছালে ছওয়াব, মোরাকাবা, রওজা পাক জিয়ারত, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।