রাজশাহীতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার


প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

রাজশাহী সীমান্ত থেকে ১৬ হাজার ৭০০ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার মধ্যরাতে রাজশাহী শহর সংলগ্ন চরমাঝারদিয়া সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

বিকেলে রাজশাহী-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে চরমাঝারদিয়া পোস্টের একটি দল সীমান্ত এলাকায় বিশেষ টহল দিচ্ছিল। এতে নেতৃত্ব দেন টহল কমান্ডার হাবিলদার আলাউদ্দিন।

টহল দলটি সীমান্ত পিলার নম্বর ১৬৫/৩-এস (জিআর ৫৪৪৮৯৪ মানচিত্র ৭৮ডি/১১) এর কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬ হাজার ৭০০ পিস ওনাগ্রা ট্যাবলেট উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ১০ লাখ ২ হাজার টাকা।

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় জড়িতদের শনাক্ত করা যায়নি। তাদের আটকও করা যায়নি। উদ্ধারকৃত এসব যৌন উত্তেজক ট্যাবলেট বিজিবির স্টোরে জমা করা হয়েছে। পরে এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।

ফেরদৌস সিদ্দিকী/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।