চার হাজার শিশুর জন্মদিন একসঙ্গে উদযাপন


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সুবিধা-বঞ্চিত চার হাজার শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন (আগৈলঝাড়া এডিপি’র) উদ্যোগে বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই জন্মদিন উদযাপন করা হয়।

মঙ্গলবার সকালে সমিতির কার্যালয় সংলগ্ন মাঠে হতদরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত উপজেলার চার হাজার শিশুর জন্মদিনে কেক কেটে শিশুদের উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার বেকি ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংস্থার অর্থনীতি বিষয়ক ম্যানেজার প্রেম সং ম্রং, স্বাস্থ্য প্রকল্প অফিসার প্রভাতী বাড়ৈ, স্পন্সরশীপ প্রোগ্রাম অফিসার লিওনী দাস বৈদ্য, একতা সমবায় সমিতির সভানেত্রী আলো রানী মিস্ত্রী প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।