আ.লীগের সঙ্গে মিলে মিশে দেশ চালাব : এরশাদ


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৩ এপ্রিল ২০১৭

আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে মিশে আগামীতে দেশ চালাবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

সোমবার দুপুরে মাদারীপুরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

এরশাদ বলেন, আমরা দীর্ঘ ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম। এতে নিঃস্ব হলেও ভালোবাসায় নিঃস্ব হইনি। আমরা অন্য কোনো দলে জড়াতে চাই না। আওয়ামী লীগ আর আমরা মিলে মিশে দেশ চালাব। তাতে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, থাকবে ভালোবাসা এবং দেশ এগিয়ে চলবে উন্নতির দিকে।

ভারতের সঙ্গে সামরিক চুক্তির বিষয়ে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী এমন কোনো চুক্তি করবেন না, যা দেশের জন্য সম্মানহানীকর।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আমরা দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।