আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়ের কাজ শুরু


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৩ এপ্রিল ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কাজ শুরু করেছেন। সোমবার দুপুর ১টার দিকে কাজ শুরু করেন তারা।

এর আগে সোমবার সকাল ৮টার দিকে আতিয়া মহল এলাকায় উপস্থিত হয়ে অবস্থান গ্রহণ করেন বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। প্রায় ৫ ঘণ্টা তারা ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকা পর্যবেক্ষণ করার পর কাজ শুরু করেন।

টানা চার দিন অভিযান শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরেই চার জঙ্গির মরদেহ পাওয়া যায়। সেদিনই অভিযান শেষ করে সেনাবাহিনী।

আতিয়া মহলে সম্প্রতি পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানে মোট চার জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। তাদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নগরীর হজরত মানিক পীরের (র.) কবরস্থানে দাফন করা হয়। অপর দুই জঙ্গির শরীরে সুইসাইডাল ভেস্ট লাগানো ছিল। তাই তাদের মরদেহ এতোদিন সেখানেই পড়েছিল।

এছাড়া ভবনটিতে আরও তাজা বোমা থাকতে পারে এমন আশঙ্কায় মরদেহ দুটি উদ্ধার করতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দলের অপেক্ষায় থাকতে হয়। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলে এসে পৌঁছায় এবং দুপুরে অভিযান শুরু করে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন