আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয়কারী দল


প্রকাশিত: ০৬:৩১ এএম, ০৩ এপ্রিল ২০১৭

সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছেছে। সোমবার সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে গিয়ে পৌঁছায়।

এর আগে গত ২৪ মার্চ আতিয়া মহলের একটি ফ্ল্যাটে জঙ্গি অবস্থান নিশ্চিত হয়ে ঘিরে রাখে পুলিশ। পরে প্রথমে সেখানে সোয়াট ও পরে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

টানা চার দিন অভিযান শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরেই চার জঙ্গির মরদেহ পাওয়া যায়। সেদিনই অভিযান শেষ করে সেনাবাহিনী।

তবে আতিয়া মহলের ভেতরে আরও বোমা থাকার আশঙ্কা করে তারা। এর পরদিন থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সোমবার সকালে র‌্যাবের বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছায়।

এ বিষয়ে মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলে এসে পৌঁছায়। তবে এখনো কার্যক্রম শুরু করেনি তারা।

আতিয়া মহলের ভেতর নিহত দুই জঙ্গির মরদেহ এখনো পড়ে আছে। বোমা বিশেষজ্ঞ দল ভবনটির ভেতরে প্রবেশ করে জঙ্গিদের আশপাশ নিরাপদ ঘোষণা করার পর সেখান থেকে মরদেহ উদ্ধার করা হবে বলেও জানান ওসি।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।