ঘিওরে স্কুলে ছাদের পলেস্তারা ধসে ৫ শিক্ষার্থী আহত


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২২ এপ্রিল ২০১৫

মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তর তরা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে একটি শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো, আশরাফুল ইসলাম (১০), সাজ্জাদ হোসেন (১১), রুবি আক্তার (১০), আঁখি আক্তার (১০) ও নুরুন্নাহার আক্তার (১১)। তারা সকলেই ওই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আহতদের মধ্যে আশরাফুল মাথায় বেশী আঘাত পায়। আশরাফুল মানিকগঞ্জ সদর উপজেলার কোটাই এলাকার আন্নাব আলীর ছেলে। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল হোসেন জানান, বিদ্যালয়ে প্রথম সাময়িকের গণিত পরিক্ষা চলাকালীন চতুর্থ শ্রেণি কক্ষের ছাদ থেকে পলেস্তারা খুলে পড়লে ওই শিক্ষার্থীরা আহত হয়।

এদিকে ঘিওর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার গোস্বামী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

অপর দিকে ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, বিষয়টি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউই কোনো অভিযোগ করেননি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।