দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল আহমেদ ময়না (২৭) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্বপাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফয়সালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফয়সাল পৌর শহরের মেড্ডা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুদিন আগে ফাস্ট ফুড ব্যবসায়ী ফয়সালের সাথে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার রনির ঝগড়া হয়। এরই জের ধরে বিকেলে পূর্বপাইকপাড়া এলাকায় ফয়সালের মালিকানাধীন ‘আরোহী ফাস্ট ফুড’ দোকানের সামনে রনি তার কয়েকজন সহযোগী নিয়ে ফয়সালকে পিস্তল দিয়ে পরপর দুটি গুলি করেন। পরে স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জাগো নিউজকে বলেন, ফয়সালের পিঠে একটি গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমজেড/এমএএস/আরআই