জলদস্যু ‘ছোট রাজু’ বাহিনীর আত্মসমর্পণ
বরিশালে সুন্দরবনের ‘ছোট রাজু’ জলদস্যু বাহিনীর প্রধানসহ ১৫ সদস্য র্যাবের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার র্যাব-৮ এর সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। এ সময় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছোট রাজু বাহিনীর সদস্যরা পাঁচটি বিদেশি একনলা বন্দুক, পাঁচটি বিদেশি দোনলা বন্দুক, পাঁচটি এয়ার রাইফেল, দুটি বিদেশি রাইফেল, চারটি ওয়ান শুট্যারসহ মোট ২১টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার ২৩৭ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ জমা দেন।
আত্মসমর্পণকারীরা হলেন, ছোট রাজু বাহিনীর প্রধান মো. রাজু মোল্লা ওরফে ছোট রাজু (৪৮), মো. মনিরুল ইসলাম (৩৫), মো. সিরাজুল ইসলাম গাজী (২৯), মো. আফজাল হোসেন (২৫), মো. হারুন সরদার (৩৮), মো. বিলাল গাজী ওরফে ম্যাজিক বিল্লাল (৩৬), মো. খতিব গাজী ওরফে খতিব (৩৭), মো. মিকাইল গাজী (৩৭), মো. কামরুল সরদার (৩৯), মো. ফরহাদ সরদার (২৬), মো. সালাম গাজী (৩৭), মো. মিলন শেখ (২৫) ও তার বাবা মো. জলিল শেখ, মো. ফরহাদ গাজী (৩২), মো. সাব্বির শেখ (৪২) ও মো. মনিরুল গাজী মনি (৩৯)। আত্মসমর্পণকারীদের বাড়ি খুলনা ও আশেপাশের জেলায় বলে জানিয়েছে র্যাব।
র্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, ছোট রাজু বাহিনীর সদস্যরা ২৯ মার্চ এক অভিযানে র্যাবের হাতে আটক হওয়ার পর উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামসহ দস্যুদের প্রথমে বাগেরহাট জেলার মংলা থানাধীন বিএফডিসি ঘাটে নিয়ে যাওয়া হয়।
গত ১০ মাসে মোট ৯টি বাহিনীর ৯২ জন জলদস্যু ১৯৫টি অস্ত্র ও ১০ হাজার ১৪৩ রাউন্ড গোলাবারুদসহ র্যাব-৮ এর কাছে আত্মসমর্পণ করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন জলদস্যু বাহিনীর হাতে নির্যাতিত-নিপীড়িতরা উপস্থিত ছিলেন। তারা এ সকল জলদস্যুদের আইনের আওতায় আনার জন্য র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রশাসনের ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইফ আমীন/এএম/আরআইপি