দিনাজপুর-রংপুর রুটে ট্রেন চলাচল শুরু


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৫ আগস্ট ২০১৪

দিনাজপুর-রংপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনচ্যুত রমনা বাজার ট্রেনটি উদ্ধারের পর সোমবার ভোরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বদরগঞ্জ স্টেশনের টিকিট মাস্টার মো. গোলাপ হোসেন দ্য রিপোর্টকে জানান, জেলার বদরগঞ্জ উপজেলা স্টেশনের নিকটবর্তী এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা রমনা বাজার ট্রেনটি রবিবার রাত ১২টার সময় লাইনচ্যুত হওয়ায় দিনাজপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ১টার দিকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ট্রেনটির উদ্ধার কাজ শুরু করে। পরে রবিবার ভোর ৪টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল ৮টা ২০মিনিটে দিনাজপুর-সান্তাহার রুটে চলাচলকারী দোলন-চাঁপা ট্রেনটি সান্তাহারের উদ্দেশে স্টেশন ত্যাগ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।