এবার কুমিল্লায় এক বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৯ মার্চ ২০১৭

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রাখার রেশ কাটতে না কাটতেই এবার কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব।

বুধবার বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকার কবরস্থানের পাশের ‘আরমানী’ নামের ওই ভবনে জঙ্গি রয়েছে এমন খবরে র‌্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে।

Comilla

বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িটি ঘিরে অবস্থান নেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, বাড়ির ভেতরে এখনও তল্লাশি চালানো শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।

কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, বুধবার বিকেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা কোটবাড়ির দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশে তিন তলা ওই বাড়ি ঘিরে ফেলেন।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পুলিশ সুপার আরও বলেন, ওই বাড়িতে কয়েকজন জঙ্গি আছে এবং তাদের কাছে বোমা থাকতে পারে বলে আমরা ধারণা করছি।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।