বরিশালে দু’দিনব্যাপী আনন্দ মেলা


প্রকাশিত: ০৯:২১ এএম, ২৯ মার্চ ২০১৭

বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আনন্দ মেলা। আগামী ৩০ ও ৩১ মার্চ নগরীর বিএম স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

আরএফএল এর ডেকোরেটর চেয়ার নিবেদিত এই মেলার কো-স্পন্সর ভিগো। পাওয়ার্ড বাই ব্রাইট অ্যালুমিনিয়ম।

কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

দুই দিনব্যাপী মেলায় থাকছে বানর নাচ, বায়োস্কপ, জোকার, আগুন নাচ, ভাগ্য গননা, লাঠি খেলা, কৌতুক অভিনয়সহ দর্শনার্থীদের বিনোদনের নানা আয়োজন। আরো থাকছে ফ্রি মেডিকেল চেকআপ।

এছাড়াও মেলার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় শিল্পীদের নিয়ে কনসার্ট। দ্বিতীয় দিনের এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবদুল কুদ্দুস বয়াতি, পাওয়ার ভয়েস তারকা রেশমী ও সেরা কণ্ঠ  তারকা রুবেল।

গানের ফাঁকে ফাঁকে কৌতুক পরিবেশন করবেন মিরাক্কেল তারকা আরমান।

মেলায় দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে থাকছে ১৮টি স্টল।

সাইফ আমীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।