মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


প্রকাশিত: ০২:৪৯ এএম, ২৯ মার্চ ২০১৭

সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার পরদিনই আজ বুধবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব।

বুধবার ভোর থেকে মৌলভীবাজারে পৌর শহরের বড়হাট ও খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার ওই দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, সরকার বাজা‌রের ঐ বা‌ড়ি‌টি ঘি‌রে গোলাগু‌লির অাওয়াজ শোনা যা‌চ্ছে। অন্য‌দি‌কে বড়হা‌টের বাড়িটির বা‌সিন্দা‌দের বাই‌রে বে‌রি‌য়ে অাসার অাহ্বান জানা‌চ্ছে পু‌লিশ। বড়হা‌টে গ্যাস ও বিদ্যুৎ সং‌যোগ বিচ্ছিন্ন র‌য়ে‌ছে। নাশকতা এড়া‌তে সর্বোচ্চ পদ‌ক্ষেপ নেয়া হ‌চ্ছে। অ‌ভিযানস্থ‌লের অদূ‌রে দমকল ও অ্যাম্বু‌লেন্স প্রস্তুত র‌য়ে‌ছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।