ভারতে সাজাভোগের পর ৩ বাংলাদেশি নারীকে ফেরত


প্রকাশিত: ১১:১০ এএম, ২০ এপ্রিল ২০১৫

ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে ভারতে গিয়ে দুই বছর সাজাভোগের পর তিন বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারত। 

সোমবার সকাল ১০টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে এদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা তিন নারী হলেন, মেহেরপুর জেলার গাংনি থানার জয়পুর গ্রামের মতিন দাসের মেয়ে কল্পনা দাস (২৮), কল্পনা দাসের মেয়ে জোজো দাস (১০) ও খুলনার দীঘলিয়া থানার বাসুদেব বিশ্বাসের মেয়ে শিপ্রা বিশ্বাস (৩০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান,  দুই বছর আগে দালালের প্রলোভনে পড়ে ভালো চাকরির আশায় ভারতে যান তারা। পরবর্তীতে দালাল তাদের ফেলে পালিয়ে গেলে তারা একটি বাড়িতে কাজ নেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। কলকাতার একটি শেল্টার হোম সাজার মেয়াদ শেষ হলে তাদেরকে জিম্মায় নেয়। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে সোমবার সকালে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। পরে তারা স্বজনদের সঙ্গে বাড়ি ফিরে গেছে।

এমজেড/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।