নওগাঁ চেম্বার অফ কমার্স নির্বাচনের ফলাফল ঘোষণা
নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজের সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর শনিবার জেলার ব্যবসায়ীরা প্রত্যক্ষ ভোটে দুটি প্যানেলে মোট ১৬ জনকে নির্বাচিত করেছেন। রোববার প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: পীযুষ কুমার সরকার ফলাফল ঘোষণা করেন।
সভাপতি মোহাম্মদ আলীর প্যানেল “সম্মলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ”এর ৮ জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন- মোহাম্মদ আলী দ্বীন, সামসুল হক, আতাউর রহমান, শ্রী দিপক কুমার সরকার, মোতাহার হোসেন পলাশ, রহিমা হক, মাহমুদ মোল্লা আপেল ও আহসান সাঈদ।
সাবেক সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলীর প্যানেল “ব্যবসায়ী ঐক্য পরিষদ” এর ৮ জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন- আহম্মদ আলী, শ্রী অমীয় কুমার দাস, আলহাজ্ব এম,এ খালেক, রাজকুমার আগরওয়াল, এবিএম মোস্তাফিজুর রহমান চৌধূরী রুনু, ইকবাল শাহরিয়ার রাসেল, মামুনুর রশীদ ও আবুল কালাম আজাদ।
দুটি প্যানেলে ১৬ টি পদের বিপরিতে ৩২টি পদ থাকলেও নির্বাচনে ৩০ জন ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। চেম্বারের ৯০৬ জন ভোটারের মধ্যে ৮৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ কবেন । সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রেজাউল ইসলাম ও গেদা।