যৌতুক না দেয়ায় শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২০ এপ্রিল ২০১৫

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে চাঁদপুরে জামাইয়ের হাতে শ্বশুর-শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইকবাল হোসেন (৫০) ও মমতাজ বেগম (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লাকী বেগম (২০)। ঘটনার পর থেকে জামাই সুমন শেখ পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমন শেখের সাথে লাকী বেগমের তিন-চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য জামাইয়ের সাথে তাদের প্রায়ই বিবাদ হতো। এরই মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু, জামাই সুমন শেখ যৌতুকের চাপ দিতেই থাকে। যৌতুক দিতে ব্যর্থ হয়ে স্ত্রী লাকী বেগম কয়েক দিন আগে জামাইকে ডাকযোগে তালাকনামা পাঠায়। এতে জামাই সুমন ক্ষিপ্ত হয়। রোববার রাতে শ্বশুর বাড়ি এসে ভোররাতে ধারালো দা দিয়ে শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইকবাল হোসেন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় মমতাজ বেগম ও লাকী বেগমকে কুমিল্লা মেডিকেলে পাঠালে পথের মধ্যে মমতাজ বেগম মারা যায়।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, যৌতুক নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এ কারণে হয়তো শ্বশুর ও শাশুড়িকে খুন করেছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। আলামত হিসেবে দা, ইটসহ অন্যান্য সামগ্রী সংগ্রহ করেছি।

এসএস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।