ভবনে প্রচুর বিস্ফোরক রয়েছে, অভিযান চলবে
সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহলে যে পরিমাণ বিস্ফোরক আছে, তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ভবনের নিচতলায় যারা ছিল তারা অত্যন্ত প্রশিক্ষিত। আমাদের অপারেশন চলমান রয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটে ‘অপারেশন টোয়াইলাইট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ তথ্য জানান।
ফখরুল আহসান বলেন, আতিয়া মহলে চার জঙ্গির মরদেহ আমরা শনাক্ত করেছি। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। দুটি মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের মরদেহ ভেতরে রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ভবনের নিচতলায় আর কেউ জীবিত নেই।
ফখরুল আহসান আরও বলেন, ক্ষয়-ক্ষতি ছাড়াই সুন্দর ও সফলভাবে আজকের অভিযান শেষ হয়েছে। দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। এটা সেনাবাহিনীর বিশাল সফলতা।
এআরএ/এমএস