লতিফের গাড়িতে নাছিরের পোস্টার


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পোস্টার সংসদ সদস্য এম এ লতিফের গাড়িতে সাঁটানো হয়েছে। এর অপরাধে নাছিরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর দায়ে আরো ৮ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ও মো. আমিরুল কায়সারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। রাতে রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে সংসদ সদস্য এম এ লতিফের গাড়িতে পোস্টার সাঁটানো ছিল। ওই গাড়িতে সংসদ সদস্য এম এ লতিফ না থাকলেও তার ছেলে অবস্থান করছিলেন। অনুমোদন ছাড়া গাড়িতে পোস্টার সাঁটানোর দায়ে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মহসীনকে অনুমতি না নিয়ে সিএনজি অটোরিকশায় পোস্টার ব্যবহার করে প্রচারণা চালানোর দায়ে ৩ হাজার টাকা, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোবারক আলীকে গাড়িতে পোস্টার সাঁটিয়ে প্রচারণা করার দায়ে ৩ হাজার টাকা, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেসমিন পারভীন জেসিকে ট্রাক ব্যবহার করে প্রচারণা চালানোর দায়ে ৫ হাজার টাকা, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিউল হায়দার চৌধুরী ও ইকবাল হোসেনকে মাইক্রোবাসযোগে প্রচারণা চালানোর দায়ে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. তৈয়বকে একই কারণে ৫ হাজার টাকা, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এরশাদ মামুনকে ২ মাইক ব্যবহার করে প্রচারণা চালানোর দায়ে ৫ হাজার টাকা এবং একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জহিরুল আলম জসীমকে নির্বাচনী ক্যাম্পে আপ্যায়ন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সংরক্ষিত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাবেয়া বকুল অনুমোদনহীন মাইক ব্যবহার করায় ২ মাইক জব্দ করা হয়।

এমজেড/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।