লালমনিরহাটে উপ নির্বাচনে ভোট গ্রহন শেষ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৪ আগস্ট ২০১৪

লালমনিরহাটের তিন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের ৫টি পদে উপ নির্বাচনে ভোট গ্রহন শেষ হয়েছে। রোববার সকল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ২৭টি কেন্দ্রে ভোট গ্রহন।

জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানিয়েছেন, আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য, একই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত মহিলা সদস্যা, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য পদে সুষ্ঠ ভাবে শেষ হয়েছে ভোট গ্রহন।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে ১৭ হাজার ৭৯৩জন, সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদে ৬হাজার ৪৭৬ জন এবং কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদে ২৯ হাজার ৮২৬জন ভোটা ছিলেন।

উল্লেখ্য, ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রুস্তম আলী ও ৩ নং ওয়ার্ড সদস্য মাহুবার রহমান মারা যাওয়ায় এবং সাপ্টিবাড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম সম্পা আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ গুলো শুন্য ঘোষনা করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।