বরিশালে শিক্ষক সমিতির আন্দোলনের ডাক


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

বরিশাল বিভাগীয় বিসিএস সাধারণ শিক্ষক সমিতি আন্দোলনের ডাক দিয়েছে। বিভাগের পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত এক শিক্ষককে অপদস্থ করায় সমিতি এক জরুরি সভা থেকে ওই আন্দোলনের ঘোষনা দেন। শনিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজের টিচার্স লাউঞ্জে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রফেসর মো. ইউনুস, সহযোগী অধ্যাপক মো. আকবর আলী, আমিনুল হক, ড. শেখ তাজুল ইসলাম, আব্দুর রহমান, চাখার কলেজের সহযোগী অধ্যাপক মাসুদ রেজা, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক আরিফ বিল্লাহ, হাতেম আলী কলেজের সহকারি অধ্যাপক মাসুম বিল্লাহ, মঠবাড়িয়া সরকারি কলেজের মো. ফেরদৌস, সরকারি মহিলা কলেজের মঞ্জুর সোহেল প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই ঘটনার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি কমিশনার (ভূমি) এর অপসরনের দাবিতে রোববার ভাণ্ডারিয়ায় মানববন্ধনের আয়োজন করা হয়েছে। একই সাথে বিভাগীয় কমিশনার এবং  শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দেবেন তারা। এ ঘটনায় সমিতির কেন্দ্রীয় কমিটি মামলা করার প্রস্তুতিও নিয়েছেন।

সভার সভাপতি বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম জানান, ভাণ্ডারিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো. মমতাজ উদ্দিন ২৪তম বিসিএস ক্যাডার হওয়ার পরও ২৫তম বিসিএস ক্যাডার ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার এবং ২৯তম বিসিএস ক্যাডার সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম তাকে (মমতাজ) পরীক্ষা কেন্দ্রে চরম অপদস্থ করেন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।