বিজয়নগরে সাংবাদিকের ওপর হামলায় ৫ জনের কারাদণ্ড


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২২ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসএ টিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত অভিযুক্ত প্রত্যেক আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিজয়নগর উপজেলার নলগড়িয়া এলাকার বাচ্চু মিয়া, লিটন মিয়া, কাসেম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া এলাকার মো. জুনায়েদ ও পৈরতলার জসিম মিয়া। এর মধ্যে বাচ্চু মিয়া ও জসিম মিয়া জেল হাজতে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।

এছাড়া অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার বাদী ও এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ জাগো নিউজকে জানান, মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিজয়নগরের মিরাসানী এলাকায় গেলে এসএ টিভির ‘খোঁজ’ টিমের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী বাচ্চুসহ কয়েকজনের নামে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।