শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি নষ্ট : সপ্তাহ জুড়ে দুর্ভোগ
শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুর নৌরুটে চলাচলকারি দুটি ফেরির মধ্যে বড় ফেরিটি (কামিনি) নষ্ট হয়ে যাওয়ায় এক সপ্তাহ জুড়ে যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভোগান্তি বেড়েছে ট্রাক চালকদের।
এর আগে গত রোববার শরীয়তপুর ঘাটের বড় ফেরিটি নষ্ট হয়ে যায়।
এদিকে ফেরি নষ্ট হওয়ার পর শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ইব্রাহিমপুর ফেরিঘাট থেকে মঠের বাজার এলাকা পর্যন্ত প্রায় ২ শতাধিক ট্রাক অপেক্ষায় রয়েছে।
ঘাট ইজারাদার মো. জিতু মিয়া বেপারীকে না পাওয়ায় তার সহকারী দুদু মিয়া জাগো নিউজকে জানান, সাতদিন ধরে ফেরি নষ্ট হওয়ার কারণে ট্রাক পার হতে পারছে না। আমরা চেষ্টা করছি যেন দ্রুত ফেরি সারানো সম্ভব হয়।
এমজেড/এমএএস/আরআইপি