সেই নবজাতককে পেতে অপেক্ষা বাড়ল
চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিনে পাওয়া নবজাতক একুশকে সন্তান হিসেবে লালনপালনের অধিকার পেতে আবেদনকারীদের অপেক্ষা আরও কয়েকটা দিন বাড়ল। আগামী ২৮ মার্চ আবেদনের শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ (মহানগর শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত) আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস শুনানির পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন। এর আগে আজ তিনি আটটি আবেদনের ওপর শুনানি করেন। একুশকে সন্তান হিসেবে পেতে শিশু আদালতে ১৪টি আবেদন পড়েছে।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ ফয়েজ সাংবাদিকদের বলেন, অনেক আবেদনকারীই অজ্ঞতার কারণে আদালতে প্রয়োজনীয় কিছু নথিপত্র জমা দেননি। তাদের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আরেকটি তারিখ নির্ধারণ করেছেন আদালত।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের কর্নেলহাট এলাকার একটি ডাস্টবিনে নবজাতক শিশুটিকে পাওয়া যায়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।
আরএআর/পিআর