পার্বতীপুরে জাল নোটসহ গ্রেফতার ১


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

দিনাজপুরের পার্বতীপুরে ১৮৬টি ৫শ টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আটককৃত আসামীকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক আজমীর আলম ওরফে মধু নীলফমারী জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া মহল্লার মোহাম্মদ আলীর পুত্র।

এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় একটি মামলা (মামলা-২০ তাং ১৭-৪-১৫) দায়ের করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ঢাকা মোড় এলাকা থেকে ৩০টি ৫শ টাকার জাল নোট ও অসম্পূর্ণ আরো ১৫৬টি ৫শ টাকার নোটসহ আজমীর আলমকে (৩২) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।