পুলিশ-মাদক ব্যবসায়ী সংঘর্ষ : আহত একজনের মৃত্যু


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৮ মার্চ ২০১৭

ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ ফকির মিয়া মারা গেছেন।  শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত ফকির মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সাইদকান্দি এলাকায় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত পুলিশসহ অন্তত ১৪ জন আহত হন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ভোরে পুলিশের একটি দল ফকির মিয়ার বাড়িতে অভিযানে যায়। এ সময় ফকির মিয়া ও তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে ফকির মিয়া গুলিবিদ্ধ হন এবং পুলিশসহ আরও অন্তত ১৪ জন আহত হন। ফকির মিয়াকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।