বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ২৮ জেলে অপহৃত


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৬ এপ্রিল ২০১৫

বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে ২৮ জন জেলেসহ এফবি জয়নাল নামের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক জয়নাল জানান, তার ট্রলারটি ৩০ জন মাঝি মাল্লা নিয়ে সোনাদিয়া চ্যানেলে মাছ আহরণ করছিল। এ সময় জলদস্যুরা তার ট্রলারটিকে অপহরণ করে। পরবর্তীতে ওই ট্রলার থেকে দুইজন জেলে সাগরে লাফ দেয়। বাদশা ও সোলায়মান নামের এ দুইজন জেলেকে অন্যান্য ট্রলার উদ্ধার করেছে। ওই দুই জেলে তাকে ফোন করে বিষয়টি জানান।

তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। তিনি বলেন, ট্রলারটির খোঁজের জন্য তিনি নিজেই অন্যান্য ট্রলার নিয়ে সাগরে সন্ধান চালাচ্ছেন।

এসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।