খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৫ এপ্রিল ২০১৫

৫ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে বিআইডিসি সড়কে এ কর্মসূচি পালিত হয়।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া-মজুরী প্রদান, ২০ ভাগ মহার্ঘভাতাসহ ৫ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ আহুত ১১ দিনের কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা মিল গেটে বিক্ষোভ মিছিল করে।

এরপর তারা মিছিল নিয়ে খালিশপুরস্থ বিআইডিসি সড়কে অবস্থান করে। সড়কের দুই পাশে দাড়িয়ে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় সমাবেশ ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওছার আলী মৃধা, খলিলুর রহমান ও দ্বীন ইসলাম বক্তৃতা করেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।