ডিমলায় মন্দিরে আগুন : ইউপি সদস্যসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৫ এপ্রিল ২০১৫

নীলফামারীর ডিমলায় মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- খালিশা চাপানি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও খালিশা চাঁপানী গ্রামের মৃত বহর উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৫০) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক আজিজুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের কাকিনা চাঁপানী পুরাতন দূর্গা মন্দিরে মঙ্গলবার ভোর রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় লাল ও সবুজ কালির কলম ব্যবহার করে হাতের লেখা পোস্টার সাটিয়ে দেয় তারা। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মন্দিরটি সম্মুখভাগের গ্রিলসহ সামনের খুঁটি পুড়ে যায়।

এলাকাবাসী দুস্কৃতিকারীদের চিহ্নিত করতে না পারলেও পোস্টারের একটি লাইনে লেখা রয়েছে জামায়াত-শিবির বাংলাদেশ জিন্দাবাদ। ঘটনার পর থেকে ওই এলাকার বসবাসরত প্রায় ৪ শতাধিক হিন্দু সম্প্রদায়ের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, ঘটনাস্থলে সাটানো পোস্টার উদ্ধার করা হয়েছে। সেখানে হিন্দু সম্প্রদায়কে হুমকি দিয়ে ভারতে পাঠিয়ে দেয়ার কথা উল্লেখ করে জামায়াত শিবির জিন্দাবাদ বলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

খালিশা চাঁপানী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু রায়হান মুঠোফোনে সাংবাদিকদের জানান, ওই ঘটনার সঙ্গে জামায়াত শিবির কোনোভাবেই জড়িত নয়। একটি মহল সাজানো ও পরিকল্পিত ঘটনা ঘটিয়ে তা জামায়াত শিবিরের ওপর চাপাতে চাইছে। তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেফতারসহ শাস্তি দাবি করেন।

এসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।