হাবিপ্রবিতে দেশের তৃতীয় বৃহৎ আলপনা


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৪ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দেশের তৃতীয় ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ আলপনা অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। আলপনাটির দৈর্ঘ্য ২৪ হাজার ৩০ বর্গফুট।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন এ বৃহৎ আলপনা পরিদর্শন করে এর উদ্বোধন করেন।

হাবিপ্রবি ফিল্প ফেয়ার এর উদ্যোগে ১০ এপ্রিল থেকে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, অর্ক সাংস্কৃতিক জোট, ডিবেটিং ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আলপনা অঙ্কনে অংশগ্রহণ করে।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।