চুয়াডাঙ্গায় ৫ কোটি টাকার ভারতীয় পণ্য আটক


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৩ আগস্ট ২০১৪

চুয়াডাঙ্গায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়।

এর আগে ভোরে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯৬৪টি শাড়ি, ৫৭৯টি থ্রি পিস ও ২ হাজার ৮৫২ মিটার থান কাপড় আটক করা হয় বলে সাংবাদিক সম্মেলনে জানান চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ।

তিনি দাবি করেন আটক ট্রাকসহ ওই সকল বস্ত্রের দাম ৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা। তিনি জানান, ট্রাকের নাম্বার প্লেট চোরাকারবারীরা বারবার পাল্টানোর কারণে ট্রাকটির সঠিক নাম্বার জানানো সম্ভব হচ্ছেনা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।