রামগতিতে সংঘর্ষে যুবক নিহত


প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

বেড়িবাঁধের পাশে সরকারি জমিতে দোকান-ঘর নির্মাণকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ইস্রাফিল হোসেন সজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় উভয় পক্ষের আরও তিনজন আহত হন। সোমবার সকালে রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল চর পোড়াগাছা এলাকার নূর ইসলাম মাঝির ছেলে।

চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, ইউনিয়নের সরকারি বেড়ি বাঁধের ওপর দোকান-ঘর নির্মাণ নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত ইস্রাফিলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্য হয়। আহত মাইন উদ্দিন, সালাহ উদ্দিন ও শরিফ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষে  যুবক নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

এসএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।