জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন পদ্ধতিতে ফল প্রকাশ


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৩ এপ্রিল ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের CSE ১ম বর্ষের ১ম সেমিস্টার এবং ২০১৩ সালের ১ম বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষার ফল সোমবার নতুন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে।

সে অনুযায়ী অনলাইনে কেন্দ্র হতে পরীক্ষার্থীদের হাজিরা এবং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষকগণ পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে সরাসরি বিশ্ববিদ্যালয় সার্ভারে প্রেরণ করেন। সফটওয়ারের মাধ্যমে এ ফলাফল প্রস্তুত করা হয়।

পরীক্ষার্থীদের হাজিরা, পরীক্ষকদের নম্বর প্রেরণ কোনো ক্ষেত্রেই OMR ব্যবহার করতে হয়নি। দেশের ৭টি জেলা শহরে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৯১৯ জন পরীক্ষার্থী অংশ নেন। ইতোমধ্যে বিবিএ ৫ম সেমিস্টার পরীক্ষাও এ পদ্ধতিতে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা পর্যায়ক্রমে এ পদ্ধতিতে গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন এবং এটিকে সম্পূর্ণ আইটিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করার ক্ষেত্রে অনলাইন পদ্ধতিতে পরীক্ষার ফল প্রকাশ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info তে পাওয়া যাবে।

এসএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।