যশোরে শত কোটি টাকার সাপের বিষ উদ্ধার


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৩ আগস্ট ২০১৪

যশোরে শত কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি থেকে এই বিষসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় মিলন কাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

২৬বিজিবি’র যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখানে একটি প্রাইভেটকার তল্লাশি করে এই বিষ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ১২ পাউন্ড ওজনের এই বিষ ফ্রান্স থেকে ভারতে আসে। সেখান থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই বিষ রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো।  জব্দকৃত বিষের মূল্য ডলার হিসেবে প্রায় একশত কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।