ফরিদপুরে ১০ টাকা কেজির ৩৪ বস্তা চাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৮ মার্চ ২০১৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে ১০ টাকা কেজি দরের ৩৪ বস্তা  চাল  উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে বোয়ালমারী উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে ‘শেখ হাসিনার নির্দেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ’ প্রজেক্টে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের এই চালগুলো উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সদর বাজারের সৈয়দ আলীর দোকান থেকে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া চোরাই চাল ভ্যানবোঝাই করে নিয়ে যাওয়ার সময় নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুলের সামনে থেকে আরো ১১ বস্তা চাল উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ১০টার সময় ভ্যানচালকের কথামতো বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের মাদরাসার কাছ থেকে আরো ১২ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

চাল বহনকারী ভ্যানচালক জানান, সদর ইউনিয়নের চালিনগর গ্রামের মাদরাসার কাছ থেকে চালগুলো আনা হয়েছে। এই চালগুলোর ডিলার বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মোল্লা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি বলেন, আমরা মোট ৩৪ বস্তা চাল উদ্ধার করেছি। তবে এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আটক করা হবে।

এস এম তরুন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।