সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি


প্রকাশিত: ০৮:০৯ এএম, ০২ জুলাই ২০১৪

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সিদ্দিক গাজীকে ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা জজ মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, ২০০৩ সালে ওহেদ গাজীর ছেলের সঙ্গে আফসাদ গাজীর মেয়ে রিক্তা সুলতানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে রিক্তার ওপর নির্যাতন শুরু করে সিদ্দিক গাজী। এরই মধ্যে তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। ২০০৬ সালের ২৭ এপ্রিল রাত ১১টায় সিদ্দিক গাজী স্ত্রী রিক্তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় রিক্তার বাবা আফসাদ গাজী সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল আক্তার সিদ্দিক গাজীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে বুধবার ফাঁসির এ আদেশ দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।