লক্ষ্মীপুরে অপহৃত দুই স্কুলছাত্রী উদ্ধার


প্রকাশিত: ১১:২০ এএম, ১০ এপ্রিল ২০১৫

পৃথক ঘটনায় অপহরণের একদিন পর লক্ষ্মীপুরে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে তারা পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার খাগুড়িয়া ও রামপুর এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী শারমিন আক্তার ও ৮ম শ্রেণির তানজিনা আক্তারকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ হোসেন ও শাকিল আহমেদ নামের দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও অপহৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সুধারাম থানার প্রবাসী মোসলেহ উদ্দিনের মেয়ে শারমিন আক্তার বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে অপহৃত হন।  

এছাড়া একই দিন দুপুরে চরশাহীর রামপুর এলাকা থেকে ৮ম শ্রেণির স্কুলছাত্রী তানজিনা আক্তারকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। একই দিন বিকেলে দুই পরিবারের লোকজন চন্দ্রগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করে।

পরে চন্দ্রগঞ্জ থানা ও দাসেরহাট পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে তাদের উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহাগ হোসেন ও শাকিল নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জাগো নিউজকে বলেন, দুই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সোহাগ ও শাকিল নামে দুইজনকে আটকও করা হয়েছে।

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।