বিএনপি-জামায়াত কর্মীসহ ৫৬ জন গ্রেফতার
রংপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর ইলিয়াস নুরী জানান, গ্রেফতার বিএনপি-জামায়াতের ১৭ কর্মীর মধ্যে বিএনপির দুই ও জামায়াতের ১৫ কর্মী রয়েছেন। গ্রেফতার বিএনপি-জামায়াতের এসব কর্মীর বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।
এদিকে একই সময় জেলার বিভিন্নস্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি-ডাকাতি, রাহাজানি ও হত্যা মামলার ৩৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছ।
এমজেড/এমএএস/আরআইপি