মুন্সীগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক পথচারী গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মালিরপাথর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পথচারী সানিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দু’জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের সদর সার্কেল এএসপি এমদাদ হোসেন জানান, স্থানীয় যুবলীগ কর্মী ইমরান হোসেন ও বাদশা মিয়ার গ্রুপের মধ্যে এ গোলাগুলি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান চলছে।
এমএএস/আরআইপি