ফরিদপুর বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৯ এপ্রিল ২০১৫

ফরিদপুরের স্মরণকালের ভয়াবহ বাস দুর্ঘটনায় পাঁচ নারী ও এক শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুরে স্মরণকালের ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাস দুর্ঘটনার কারণ উদঘাটিত করতে ফরিদপুর জেলা প্রশাসনের তরফ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য ছুটে যান। তারা আহত ও নিহতদের বিষয়ে খোঁজ খবর নেন।

বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত ভাঙ্গা হাইওয়ে থানায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ২২ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ২৫ জনের মধ্যে ২২ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের এখনো পরিচয় পাওয়া যায়নি।

মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফরিদপুর জেলা প্রশাসনের তরফ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা সার্কেল শামসুল হক (পিপিএম), ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারী পরিচালক খন্দকার সামসুদ্দোহা, বিআরটিএর ফরিদপুরের সহকারী পরিচালক মো. নুরুজ্জামান এবং হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার বেলাল হুসাইন। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে, জেলা প্রশাসনের তরফ থেকে আহতদের চিকিৎসার জন্য সকল ব্যয়ভার গ্রহণ করা এবং নিহতদের প্রত্যেকের পরিবারের কাছে ১০ হাজার টাকার সাহায্য প্রদান করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে তিনি স্থানীয় প্রশাসনকে আহতদের সু-চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেন।

ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।