পরীক্ষা কেন্দ্রে প্রবেশ : ছাত্রলীগ সভাপতির অর্থদণ্ড
বরিশালের মুলাদীতে পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন জুয়েলকে ৫ হাজার টাকা অর্থ দণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসুদ এই দণ্ড প্রদান করেন। মুলাদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরীক্ষা চলাকালীন সময় মুলাদী ডিগ্রি কলেজ কেন্দ্রে জুবায়ের হোসেন জুয়েল অবৈধভাবে প্রবেশ করে।
এসময় তাকে সতর্ক করে কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসুদ।
তার নির্দেশ উপেক্ষা করে কিছুক্ষণ পর পুনঃরায় কেন্দ্রে প্রবেশ করে জুয়েল। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
ভ্রাম্যমাণ আদালত জুয়েলকে ৫ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করে তাকে ছেড়ে দেয়া হয়।
এমএএস/আরআইপি