সুনামগঞ্জে শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৩ মার্চ ২০১৭

সুনামগঞ্জে দুইদিন ব্যাপী ‌‘অল টাইম শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০১৭’ শুরু হয়েছে। বাউল সম্রাটের জন্মভূমি দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামের মাঠে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ উৎসব শুরু হয়েছে।  

এ উৎসবের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন।

পরে বাউল সম্রাটের স্মৃতিচারণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে শাহ নুর জামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন, বিশেষ অতিথি প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ইমরান উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক ড. মজিবুর রহমান প্রমুখ।

উৎসবকে ঘিরে বাউলের এই প্রত্যন্ত গ্রামে হাজারো করিম ভক্তের ঢল নেমেছে। এছাড়া দুইদিন ব্যাপী মেলায় দেশ বরেণ্য সংস্কৃতিকর্মীসহ করিম ভক্তরা গান পরিবেশন করবেন।

বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসবের পৃষ্ঠপোষক জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অল টাইম এবং এতে সহযোগিতায় থাকছে প্রাণ পটেটো ক্র্যাকার। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ডটকম ও জাগো এফএম (৯৪.৪)।

রাজু আহমেদ রমজান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।