মেহেরপুরে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত


প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৯ এপ্রিল ২০১৫

মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চকশ্যামনগর গ্রামের নাজির হোসেনের ছেলে রফিকুল (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক (৩৬) ও গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম (৪১)।

গ্রামবাসীরা জানান, রাত ১২টার দিকে মাঠে শশা চাষিদের মারধর করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় ডাকাত দল। এরপর তারা ডাকাতির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করেন। মারধরের শিকার কৃষকের মাধ্যমে এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করেন।

প্রতিরোধের মুখে ডাকাতদল বোমা ছুড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তিন ডাকাত জনতার হাতে ধরা পড়লে তারা গণপিটুনির শিকার হন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর অবস্থায় অপর দু’জনকে হাসপাতালে নিলে তাদেরও মৃত্যু হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।     

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।