জঙ্গিবাদ-জলদস্যুতা নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ১১:১৪ এএম, ০২ মার্চ ২০১৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হওয়ায় জঙ্গিবাদ এবং জলদস্যুতা নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন জলদস্যু ও জঙ্গিরা দল বেঁধে আত্মসমর্পণ করছে। পরিবারের লোকজন সচেতন হওয়ায় তারাও আইনের হাতে সোপর্দ করছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাদক ব্যবসা লাভজনক হওয়ায় এর প্রসার দ্রুত ঘটে। এছাড়া আসামি গ্রেফতার হলেও সাক্ষীর অভাবে অল্প সময়ের মধ্যে ছাড়া পেয়ে নতুন উদ্যমে ব্যবসা শুরু করে। মাদক ব্যবসা রোধে তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা করা হচ্ছে।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এতে রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা, ফরিদুল হক খান দুলাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জামালপুরের ঝুঁকিপূর্ণ ফায়ার সার্ভিস স্টেশন পরদর্শন করেন। এছাড়া বিকেলে মাদারগঞ্জ উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন তিনি।

শুভ্র মেহেদী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।