ভারতীয় চোরাকারবারীর মরদেহ হস্তান্তর
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ট্রেনে ভারতীয় চোরাকারবারীদের মালামাল ওঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বিজিবি-বিএসএফের মধ্যে গোলাগুলিতে একজন ভারতীয় চোরাকারবারী নিহত হন। নিহত চোরাকারবারী বিটনের (৩৫) মরদেহ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকতা শেষে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে এ মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল হক ভারতের হিলি থানার উপ-পরিদর্শক (এসআই) সন্দিপ সুবার নিকট নিহত বিটনের মরদেহ হস্তান্তর করেন।
পরে নিহতের ভাই পরিতোষ বর্মন ও ভাবি সুষ্মিতা বর্মনের কাছে মরদেহ বুঝিয়ে দেন ভারতীয় পুলিশ ।
এ সময় বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দর পাল, বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার, হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বুধবার সকালে বিজিবির নায়েক হারুন অর রশীদ বাদী হয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন (মামলা নং ৫/১৫ তাং ৮-৪-১৫ ইং)। রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমজেড/বিএ/পিআর